খড়িবাড়ি, ২৩ অক্টোম্বরঃ চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন খড়িবাড়ি ব্লকের বাতাসীর ফুলবাড়ি চা বাগানের বুধসিং জোতের বাসিন্দারা।
জানা গিয়েছে, শনিবার রাতে চিতাবাঘ এলাকার একটি বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু শাবক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।স্থানীয়দের আওয়াজ শুনতে পেয়েই গরু ছেড়ে পালিয়ে যায় চিতাবাঘটি।এলাকায় পায়ের ছাপ ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়।
পরে ঘোষপুকুর বনদপ্তরকে জানানো হলেও বনকর্মীরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ।এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় প্রায়ই হাতির আনাগোনা লেগেই থাকে।তার মধ্যেই চিতাবাঘ আতঙ্ক।দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান বাসিন্দারা।

