আলিপুরদুয়ার, ১১ জুনঃ চিতাবাঘের আক্রমণে জখম হলেন এক কৃষক।জখম কৃষকের নাম সুবল রায়(৫১)। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের চাঁদনিকুড়া এলাকায়।আতঙ্কিত এলাকাবাসী।
জানা গিয়েছে, সকাল ছয়টা নাগাদ ক্ষেতে গিয়েছিল এলাকার কৃষক সুবল রায় (৫১)।গিয়ে দেখেন তছনছ হয়ে রয়েছে তার পাটক্ষেত।ছাগল ঢুকে পাটক্ষেত নষ্ট করেছে এই ভেবে ছাগল তাড়াতে ঢুকে পড়েন পাটক্ষেতে।পাটক্ষেতের ভেতর শুয়ে ছিল চিতাবাঘ।তা দেখেই পালাতে গিয়ে পিঠের উপর থাবা বসায় চিতাবাঘটি।কৃষকের চিৎকারে ছুটে যান স্থানীয়রা।পরবর্তীতে চিতাবাঘটি অন্যত্র চলে যায়।কোনমতে প্রাণে বাঁচেন কৃষক।
খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তর ও দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা এবং ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ।বনদপ্তরের তরফে চিতাবাঘটিকে ধরতে পাতা হয়েছে খাঁচা।