খড়িবাড়ি, ১০ নভেম্বরঃ চিতাবাঘের আক্রমণে আতঙ্কে দিন কাটাচ্ছেন খড়িবাড়ির থানঝোড়া চাবাগানের শ্রমিকরা।
গত কয়েকদিন ধরে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন ৩-৪জন শ্রমিক।বাড়ির ভেতর থেকে গবাদি পশুদের নিয়ে যাচ্ছে চিতাবাঘ।ঘটনার পরই শনিবার রাতে এলাকায় খাঁচা পাতলো বনদপ্তর।থানঝোড়া চা বাগানের ৩নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসিয়েছে ঘোষপুকুর বনদফতর।শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাগানের ম্যানেজার বনদফতরের সহায়তায় এগিয়ে আসেন।
শ্রমিকদের দাবি, চা বাগানে বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে।এর জেরে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে।ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।
বন্যজীব জন্তুর সঙ্গে মানুষের সংঘর্ষ এড়াতে খাঁচা বসানো হয়েছে।এলাকায় সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে বলে জানান রেঞ্জার প্রমীত লাল।