বানারহাট,১২ সেপ্টেম্বরঃ বানারহাটের হলদিবাড়ি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।চা বাগানের ৩৫ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি।
জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই বাগানের মধ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল চিতাটিকে।যার ফলে আতঙ্ক তৈরি হয়েছিল চা বাগানের শ্রমিকদের মধ্যে। বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানোর পর বিন্নাগুড়ি বনদপ্তরের আধিকারিকদের কাছে বাঘ ধরার খাঁচা পাওয়ার জন্য আবেদন জানানো হয়। এরপরে ছাগলের টোপ দিয়ে পাতা হয় বাঘ ধরার খাঁচা।সেই খাচাতেই ভোর রাতে ধরা পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘ চিতাবাঘ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা।চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।