শিলিগুড়ি,১৭ ডিসেম্বরঃ গ্রামে হামলা চিতাবাঘের। জখম হলেন রেঞ্জার সহ ৫ জন। শেষমেষ মৃত্যু চিতাবাঘেরও। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে শিমুলতলা গ্রামে ঢোকে একটি চিতাবাঘ। একটি বাড়িতে লুকিয়ে ছিল চিতাবাঘটি। হঠাৎ হামলা চালায় চিতাবাঘ। খবর পেয়ে বনকর্মীরা হাজির হন গ্রামে। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ স্কোয়াডও ঘটনাস্থলে যায়। বনকর্মীদের উপরও হামলা চালায় চিতাবাঘটি। হামলায় জখম হন রেঞ্জার সঞ্জয় দত্ত।
এদিকে হামলা থেকে বাঁচতে চিতাবাঘটিকে লাঠিপেটাও করা হয়। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে দেখে গুলিও চালান বনকর্মীরা। রক্তাক্ত অবস্থায় মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে একটি চিতাবাঘ ধরতে গিয়ে কেন নাকাল হতে হল বনকর্মীদের সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিতাবাঘটিকে মারার ঘটনায় পশুপ্রেমী সংগঠনের তরফে প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভেনাস মোড়ে এই প্রতিবাদ হবে।