রাজগঞ্জ, ২১ এপ্রিলঃ কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ির পাতকাটা ও বেলাকোবা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, বেলাকোবা অঞ্চলের ডাঙ্গাপাড়া এবং মন্থনী এলাকা ছাড়াও পাতকাটা অঞ্চলের পাদ্রীকুটির, লেবুডাঙ্গা এবং নাহাটা চা বাগানে চিতাবাঘ দেখা গিয়েছে বলে দাবী স্থানীয়দের।গত বুধবার চা পাতা তোলার সময় নাহাটা চা বাগানের এক শ্রমিক চিতাবাঘের হামলায় জখম হন।ওইদিনই গৌরীকোন বিটের পক্ষ থেকে চিতাবাঘ ধরার জন্য এলাকায় খাঁচা পাতা হয়।তবে এখনও অবধি চিতাবাঘ ধরা পড়েনি।
এদিকে আজ ফের চিতাবাঘ দেখা গিয়েছে বলে জানান বাসিন্দারা।চিতাবাঘ ধরা না পড়ায় বাড়ছে আতঙ্ক।এই অবস্থায় শীঘ্রই বাঘটিকে ধরার দাবী জানিয়েছেন তারা।
