চিতাবাঘের আতঙ্ক ডুয়ার্সের তাসাটি চা বাগান এলাকায়

আলিপুরদুয়ার, ২১ মেঃ ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ডুয়ার্সের  তাসাটি চা বাগান এলাকায়।সোমবার রাতে তাসাটি চা বাগানের রোড লাইনের একটি বাড়ির গোয়াল ঘর থেকে ছাগল টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাবাঘ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের রোড লাইনের বাসিন্দা অজিত খাড়িয়ারের বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ।সেখান থেকে একটি ছাগল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।আওয়াজ পেয়ে স্থানীয় ও বাড়ির লোকের ছুটে আসলে আহত অবস্থায় পাওয়া যায় ছাগলটিকে।

এরপরই চিতাবাঘের আতঙ্ক ছড়ায় এলাকায়।চিতাবাঘের হামলা থেকে বাঁচতে বন দফতরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetjojobet girişbetturkey girişholiganbet girişcasibomcasibom girişcasibom giriş