জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ চিতাবাঘের চামড়া পাচারের অভিযোগে এক পাচারকারীকে গ্রেফতার করল বনকর্মীরা।ধৃতের নাম অমর চন্দ্র ওঁরাও।ধৃতের বাড়ি মেটেলি চা বাগানের ফ্যাক্টরি লাইনে।
জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালসা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনদপ্তর।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি চিতাবাঘের চামড়া।চিতাবাঘের চামড়াটি প্রায় ৩.৭৫ মিটার লম্বা।
জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী বলেন, ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তুলে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছি।তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।এই ঘটনায় কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।চিতাবাঘের চামড়াটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।