বাগডোগরায় চিতাবাঘের হামলা, জখম মহিলা

শিলিগুড়ি, ২ আগস্টঃ বাগডোগরা বিমানবন্দরের পেরিসেবল কার্গোতে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা।জখম মহিলার নাম শশীকলা রাই।  


জানা গিয়েছে, এদিন বাগডোগরার পেরিসেবল কার্গোতে ঘাস কাটছিল ওই মহিলা।সেইসময় চিতাবাঘটি মহিলার ওপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মহিলার গলায় আঘাত করেছে চিতাবাঘটি।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা।চিতাবাঘের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


এই বিষয়ে কার্শিয়াং বনবিভাগের DFO হরিকৃষ্ণ এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চিতাবাঘের খবর আসতেই বাগডোগরা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।পাশাপাশি সুকনা বন্যপ্রাণ বিভাগের কর্মীরাও রয়েছেন।চিতার খোঁজে তল্লাশি চলছে।দেখামাত্রই ঘুমপাড়ানি গুলি ছোড়া হবে।চিতাবাঘটির খোঁজ না পাওয়া গেলে খাঁচা পাতা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *