শিলিগুড়ি, ৩ মার্চঃ নকশালবাড়িতে চিতাবাঘের হামলায় জখম হলেন দুজন।জখম দুজনের নাম মাকারিয় খারিয়া(৬৪) ও রাজীব লিম্বু(৩৩)।ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।
জানা গিয়েছে, বুধবার নকশালবাড়ি সাতভাইয়া ডিভিশনে চা বাগানে কাজ করার সময় দুজনের ওপর হামলা করে চিতাবাঘ।জখম দুজনকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ মাস ধরে চিতাবাঘের আতঙ্কে রয়েছি।সকলে ভয়ের মধ্যে কাজ করছেন।
এদিকে খবর পেয়ে নকশালবাড়ি টুকরিয়া বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘ উদ্ধারের কাজ শুরু করে।