আলিপুরদুয়ার, ১১ মার্চঃ চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলা।মঙ্গলবার ফালাকাটার তাসাটি চা বাগানের জখম হলেন এক মহিলা শ্রমিক।ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল চা বাগান সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম দুখুনি মুন্ডা।এদিন সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চা বাগানে কাজ করছিলেন মহিলা।সেইসময় আচমকাই একটি চিতাবাঘ চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে মহিলার উপর।জখম হন তিনি।
মহিলার চিৎকার ছুটে আসেন অন্যনায় শ্রমিকরা।এরপর জখম মহিলাকে উদ্ধার করে তাসাটি চা বাগানের হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়।পরে তাকে পাঠানো হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে।