নকশালবাড়িঃ নকশালবাড়ির হাতিঘিসায় চিতাবাঘের হামলায় জখম এক মহিলা।আহতের নাম শান্তা লামা(৪০)।
জানা গিয়েছে, নকশালবাড়ির হাতিঘিসা এলাকায় নদীতে অন্যান্য মহিলাদের সঙ্গে কাপড় ধুতে গিয়েছিলেন শান্তা লামা।সেইসময় নদীর পাশে বাগডোগরা বনবিভাগের মাল্টা বনাঞ্চল থেকে চিতাবাঘটি বেরিয়ে এসে হামলা করে।হাত, পা ও মাথায় কামড় বসিয়ে দেয় চিতাবাঘটি।সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অন্যরা।মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে চিতাবাঘ অন্যত্র চলে যায়।
এরপর আহত শান্তা লামাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা বনাঞ্চলের বনকর্মীরা।তবে চিতাবাঘের সন্ধান পাওয়া যায়নি।