শিলিগুড়ি, ১০ আগস্টঃ চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়।
উল্লেখ্য, গত কয়েকদিনে বাগডোগরা এলাকায় চিতাবাঘের আনাগোনা বেড়েছে।চিতাবাঘের হামলায় কয়েকজন শ্রমিক আহতও হন।এর মধ্যেই আজ ফের ভুট্টাবাড়ি এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।বনবিভাগের তরফে গোটা এলাকায় জাল ও খাঁচা পাতা হয়েছে।
এই বিষয়ে বাগডোগরা ফরেস্টের এলিফ্যান্ট স্কোয়াডের রেঞ্জার এস গুরুং বলেন, ভুট্টাবাড়ি এলাকায় চিতাবাঘ রয়েছে এই খবর আসে।চিতাবাঘ ধরতে জাল এবং খাঁচা পাতা হয়েছে এলাকায়।চিতাবাঘ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের টিম সেখানে থাকবে।