গয়েরকাটা,২৪ মেঃ গয়েরকাটা চা বাগানে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক।আহত মহিলার নাম সরস্বতী বিশ্বাস।বাড়ি গয়েরকাটার জ্যোতির্ময়পল্লীতে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন ওই মহিলা শ্রমিক।সেইসময় হামলা চালায় চিতাবাঘ।চিতার হানায় মাথায় ও কপালে গুরুতর আঘাত পান তিনি।বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে মহিলা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।অন্যদিকে বাগান কর্তৃপক্ষের তরফে চিতা ধরতে চা বাগানে খাঁচা পাতার কথা বলা হয়েছে বনদপ্তরকে।