শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ আতঙ্কের অবসান। যার ভয়ে সন্ধ্যের পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল সে ধরা পড়ল। ধরা পড়তেই এলাকায় ফিরলো স্বস্তি। সোমবার সকালে শিলিগুড়ি জংশনে ডেমু শেড এলাকায় ধরা পড়ল চিতাবাঘ। বেশকিছু ধরেই ডেমু শেড ও আশপাশের এলাকায় একটি চিতাবাঘের উপস্থিতি টের পেয়েছিলেন বাসিন্দারা। কিন্তু চিতাবাঘের খোঁজে বন দফতর তল্লাশিতেও নামলেও সে লুকিয়েই ছিল এতোদিন। অবশেষে খাঁচায় ধরা পড়ল।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বন দফতরের বসানো একটি খাঁচায় চিতাবাঘটি ধরা পড়েছে। পরে বনকর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে চিতাবাঘটিকে কোথায় ছাড়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুদিন আগে জংশনে ডেমু শেড এলাকার কাজ করার সময়ে কয়েকজন রেল কর্মী প্রথমে ঝোপঝাড়ের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পান। একজন মোবাইলে ভিডিয়ো করেন। সেই ভিডিয়ো দেখার পর চিতাবাঘের খোঁজে তল্লাশিতে নামেন বনকর্মীরা। খাঁচা পাতা হয়। খাবারের লোভে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। এদিকে চিতাবাঘ দেখতে ব্যাপক ভিড় হয় এলাকায়। কোনওমতে ভিড় সরিয়ে খাঁচাবন্দি চিতাবাঘ নিয়ে যান বনকর্মীরা।