শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারিঃ অসম, শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেস্টের নামে চিটফান্ডের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিল্লী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই এর উত্তরবঙ্গের টিম। ধৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ নাগ। জানা গিয়েছে, সিদ্ধার্থ নাগ এই ঘটনার মূল অভিযুক্ত।
ধৃতকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়। বর্তমানে ধৃতকে সিবিআই এর নিজস্ব কার্যালয়ে রাখা হয়েছে।