শিলিগুড়ি,১৩ মেঃ পর্যটনমন্ত্রীর মন্তব্যের প্রত্যুত্তর দিলেন মেয়র অশোক ভট্টাচার্য।
মঙ্গলবার মন্ত্রী গৌতম দেব বলেন, খোদ মেয়র অশোক ভট্টাচার্য চিঠি মারফত রাজ্যের কাছে আবেদন জানিয়েছিলেন প্রশাসক মণ্ডলীতে তার ও তাদের বেশ কিছু মেয়র পারিষদের নাম রাখা হোক।মন্ত্রী অবিলম্বে এই চিঠির খোলাসা করার আবেদন জানান খোদ মেয়রের কাছে।
মন্ত্রীর এমন মন্ত্যব্যের পরপরই চিঠির খোলাসা করে মেয়র অশোক ভট্টাচার্য জানান,মন্ত্রী যা বলেছেন তা সঠিক।তিনি পুরমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।তবে প্রশাসক মণ্ডলীর মধ্য দিয়ে ক্ষমতায় থাকার জন্য চিঠি নয়, চিঠি পাঠানো হয়েছিল শুধুমাত্র নিয়ম মেনে ১৭ মে শিলিগুড়ি পুরনিগমের বোর্ডের মেয়াদ উত্তীর্ণের কথা জানাবার জন্য।তবে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে, পুরআইন মেনেই যেন প্রশাসক বসানো হয় শিলিগুড়ি পুরনিগমে।
প্রসঙ্গত, শহরে জোর জল্পনা শুরু হয়েছে যে শিলিগুড়ি পুরনিগমের বোর্ডের মেয়াদ উত্তীর্ণের পর প্রশাসকের ভূমিকায় দেখা যেতে পারে মেয়র অশোক ভট্টাচার্যকে।তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মেয়র জানিয়েছেন,এখনও পর্যন্ত এরকম কোনও সরকারি নির্দেশিকা তার কাছে এসে পৌঁছায়নি।