আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ৭-৮দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে।
এদিকে আজই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।আজ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিন ঘোষণা হতেই কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলি অধিগ্রহণ করা হবে।সেজন্য কলেজ ও বিশ্ববিদ্যাগুলিকে প্রস্তুত থাকার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।ওয়াকিবহাল মহলের মতে, খুব শীঘ্রই নির্বাচনের দিন ঘোষনা হতে চলেছে এমনটাই ইঙ্গিত দিচ্ছে কমিশনের এই চিঠি।
এদিকে নির্বাচনের আগে সমস্ত দলই প্রায় প্রস্তুত।জেলায় জেলায় জোর কদমে শুরু হয়েছে প্রচার।