নকশালবাড়ি, ৮ ফেব্রুয়ারিঃ চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এর প্রতিবাদে শনিবার নকশালবাড়ির পানিঘাটা মোড়ে রাজ্য সরকারের সরকারি গ্যাজেট নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ জানালো দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন।
গত বুধবার কলকাতায় বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন এবার থেকে ৩০ শতাংশ জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন।আর তাতেই ক্ষুব্ধ হন চা শ্রমিকরা।অভিযোগ, এরফলে চা শিল্প ধ্বংস হবে, এমনকি শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বে।দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিএম তথা শ্রমিক সংগঠন।
এদিন চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ জানান, সরকারের এই সিদ্ধান্তে চা শিল্প ভেঙে পড়বে, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে।এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।চা শ্রমিকদের যত জমি রয়েছে তার খতিয়ান দিতে হবে বলে দাবী করেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সম্পাদক ঝরেন রায়, সিপিএম নেতা রাজু সরকার সহ অন্যান্যরা।