শিলিগুড়ি,২৩ ফেব্রুয়ারিঃ ক্লোরোফর্ম স্প্রে করে গৃহস্থের ঘর সাফাই! চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড শক্তিগড়ের ১১ নম্বর রাস্তা এলাকায়।
বুধবার রাতে শক্তিগড়ের ১১ নম্বর রাস্তার বাসিন্দা রঞ্জন পালের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরির ঘটনা ঘটছে।এদিন ভোরে পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখতে পান।এরপরই দেখেন মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি গিয়েছে।তারা জানান, জানালা ভেঙে ক্লোরোফর্ম স্প্রে করে সকলকে বেহুঁশ করে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।সকাল থেকেই সকলের মাথা ব্যাথা করছে এবং বাড়ির পোষ্য কুকুরটিও সকাল থেকে বমি করছে।
ইতিমধ্যেই এই বিষয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।