ধূপগুড়ি, ৪ জুলাইঃ ধূপগুড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই শাল কাঠ উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, রবিবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কামাত পাড়া এলাকার মঙ্গল সরকারের বাড়িতে অভিযান চালায় জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা।উদ্ধার হয় মজুত করে রাখা লক্ষাধিক টাকার চোরাই কাঠ।
বনদপ্তরের অনুমান ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে গাছ কেটে এই কাঠ মজুত করা হয়েছে।তবে এদিন অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারি মঙ্গল সরকার।উদ্ধার করা চোরাই কাঠ মোরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে যায় বনকর্মীরা।
এই বিষয়ে মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজ কুমার পাল বলেন, ধূপগুড়ির দুই নম্বর ওয়ার্ড মঙ্গল সরকারের বাড়ি থেকে শাল কাঠ গুলো উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।মঙ্গল সরকারের নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।এরপর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত।ঘটনার তদন্ত করা হচ্ছে।