শিলিগুড়ি, ১৪ জুলাইঃ প্রবল বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠল জোরাপানি নদী। রাত থেকে বৃষ্টির জেরে নদীর জল ঢুকে পড়ল জনবসতি এলাকায়। বছরের অন্যান্য সময় নর্দমার চেহারা নেয় জোরাপানি নদী। মাঝেমধ্যে জল শুকিয়ে যায়। সেই নদী বর্ষায় ফুলেফেঁপে উঠল।
বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে নদীর জল ঢুকে পড়ল এলাকায়। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে বহু এলাকায় জোরাপানি নদীর জল এলাকায় ঢুকে পড়েছে। প্রচুর বাড়িতে নদীর জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েন বাসিন্দারা।
অম্বিকানগর, শান্তিপাড়া এলাকার কয়েকশো বাড়িতে নদীর জল ঢুকে পড়ে। বৃষ্টি বাড়লে এলাকার কী অবস্থা হবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা।