রাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগান ডিপু লাইন এলাকায় বেলাকোবা ফাঁড়ির ওসি কেটি লেপচার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এই অভিযানে চা বাগান এলাকায় প্রায় চল্লিশ লিটার অবৈধ চোলাদ মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির নানা সরাঞ্জম বাজেয়াপ্ত করে পুলিশ।যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এই ধরণের অভিযান লাগাতার চালানো হবে।