জলপাইগুড়ি,৭ আগস্টঃ ছোলার ডালের ওপর রবীন্দ্রনাথ থেকে অন্যান্য মনিষীদের মুখ এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছে জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ইংরেজি অনার্সের ছাত্রী শুভ্রা মন্ডল।ছোলার ডালের পর এবারে তার নজর গাছের পাতায়।গাছের শুকনো পাতার ওপর ছবি এঁকে এবারে নজর কাড়তে চায় সে।
জানা গিয়েছে,একসময় ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার বাসিন্দা শুভ্রা মন্ডলের।কিন্তু লেখাপড়ার চাপে তা আর হয়ে ওঠেনি।এরপর করোনার জেরে দীর্ঘ লকডাউনে আসে সাফল্য।
১ মিনিটে ৭ মিলিমিটার ছোলার ডালের উপর রবীন্দ্রনাথের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম তোলে শুভ্রা।শুভ্রার সাফল্যে খুশি পরিবার প্রতিবেশীরা।