শিলিগুড়ি, ২৭ জুলাইঃ রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে সপ্তাহে দুদিন গোটা রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।
অন্যদিকে, বেশকিছু জায়গায় স্থানীয় প্রশাসনের নির্দেশে চলছে সপ্তাহব্যাপী লকডাউন। রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় কেন্দ্রেও শুরু হয়েছে লকডাউন।
তবে লকডাউন উপেক্ষা করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে সামাজিক দূরত্ববিধি ভঙ্গ করে অবাধে চলছে ১০০ দিনের কাজ।এমনটাই দৃশ্য দেখা গেল ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের মমতাপাড়া সংলগ্ন এলাকায়।
এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা ইলা রায় সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান,রবিবার এলাকার একটি সভায় এসে বিধায়ক খগেশ্বর রায় সামাজিক দূরত্ব মেনে তাদের কাজ করার অনুমতি দিয়েছেন। সেই নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে।