জলপাইগুড়ি,১৪ অক্টোবরঃ চলে গেলো গরুমারার ডন।আজ সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের কাছে গরুমারা জঙ্গলের জিরো বাঁধ এলাকায় পাওয়া গেছে ডনের মৃতদেহ।ডন গরুমারা জঙ্গলের একটি গন্ডারের নাম।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান এলাকার পাশে জঙ্গলে ওই পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহটি দেখতে পান।গন্ডারের মৃতদেহ দেখে খবর দেওয়া হয় বনদপ্তর ও নাগরাকাটা থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নিশা গোস্বামী ও বনকর্মীরা।আসেন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ডন গরুমারা জঙ্গলে বিখ্যাত গন্ডার ছিল।কি ভাবে ডনের মৃত্যু হলো সেটা তদন্ত করে দেখা হবে। তবে মৃতদেহ দেখে অনুমান স্বাভাবিক মৃত্যু হতে পারে৷মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।