রাজগঞ্জ, ২১ নভেম্বরঃ ছনের ঝাড়ু তৈরি করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজগঞ্জের আদর্শপল্লী ভেল্কিপাড়ার বেকুলা বর্মন ( ৫০ )।প্রায় ২০ বছর থেকে মাঠের ছনঘাস এনে ঝাড়ু তৈরি করছেন তিনি।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেল্কিপাড়ার রমেশ বর্মনের ( ৫৫ ) স্ত্রী বেকুলা।তাদের তিন মেয়ে ও এক ছেলে। রমেশ বাবু নির্মাণ সামগ্রী বহুতলে তোলার কাজ করেন।এদিকে সংসার চালাতে ঝাড়ু বানিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী।
বেকুলা বর্মন বলেন, শরৎ ও শীতকালে ঝাড়ু তৈরির যোগ্য হয়। সারাদিন মাঠ ঘুরে ছনঘাস কেটে বাড়িতে নিয়ে আসি।দুদিন রোদে শুকানোর পর তা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত নিজের হাতে ঝাড়ু তৈরি করেন।তারপর বিভিন্ন এলাকার দোকানে পাইকারি ধরে বিক্রি করে আসেন।পাইকারি ৪০ টাকা দরে বিক্রি করা হয়। ভালই লাভ হয়।এভাবেই স্বামী-স্ত্রী কঠোর পরিশ্রম করে তাদের চার সন্তানকে বিয়ে দিয়েছেন।