চোপড়া,২৪ জুনঃ চোপড়ার তিনমাইলে বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন বাইক আরোহী।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তিনমাইল থেকে বাইকে করে হাঁসখালিতে যাচ্ছিলেন দুজন।রাস্তা পারাপারের সময় শিলিগুড়িমুখী একটি বোলেরো গাড়ি বাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক ও আরোহী।ঘটনায় বাইকের পেছনে বসে থাকা আরোহী গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘাতক বোলেরো গাড়িটিকে সোনাপুর চেকপোস্টে আটক করে চোপড়া থানার পুলিশ।