ইসলামপুর,২০ জুলাইঃ কিশোরী হত্যাকান্ড ঘিরে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া।সোমবার চোপড়া থানার চতুরাগছে মৃত কিশোরীর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
এদিন মন্ত্রী বলেন, এই ঘটনায় বিজেপি বাইরে থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে অরাজকতা সৃষ্টি করেছে।এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন এবং যারা অশান্তি সৃষ্টি করছেন তারা অবশ্যই শাস্তি পাবে।বিজেপির রাজ্য সভাপতি কিছু না জেনেই মন্তব্য করছেন।
মন্ত্রী আরও বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে।তদন্ত নিরপেক্ষ ও যথাযথ হবে।তারা যেন অবশ্যই ন্যায়বিচার পান।তবে ওই কিশোরীর মৃত্যুর পর ছেলেটি হঠাৎ কেন মারা গেল তা খতিয়ে দেখবে পুলিশ।পাশাপাশি একাধিক সরকারি বাসে,দোকানে আগুন লাগিয়ে দিয়েছে অনেকেই।সেসব বিষয়ে খতিয়ে দেখা হবে।
অন্যদিকে এদিন মন্ত্রী গৌতম দেবের পাশাপাশি এলাকায় পৌঁছান মালদার তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর।তিনি বলেন,বিজেপি এই বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছে।বিজেপি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে।এসবকে আমরা ধিক্কার জানাই।মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি।পুলিশ যথাযথ তদন্ত করছে।পরিবারের মতো আমাদেরও দাবি যাতে সঠিক বিচার হয়।
এছাড়াও এদিন শাসকদলের পক্ষ থেকে সেখানে পৌঁছান রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী, ইসলামপুর পৌরসভার প্রশাসক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ অন্যান্যরা।অন্যদিকে এই ঘটনায় মৃত কিশোরী ও যুবক দুই পরিবারের সদস্যরাই মন্ত্রী ও অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সামনে কান্নায় ভেঙে পড়েন।