চোপড়া,১৫ জুলাইঃ চোপড়া গ্রাম পঞ্চায়েতের ভোজপুরানিগছে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মৃতার নাম সনকা রায়(৭০)।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে শোবার ঘরের ভেতরে বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই বাড়ির ভাড়াটিয়ারা।প্রতিবেশীরা জানান,বৃদ্ধার সন্তানেরা প্রত্যেকে বাইরে কর্মরত।বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা।কিছুদিন আগে ওই বাড়ির একটা অংশ ভাড়া দেন তিনি।
স্থানীয়দের অনুমান, নিঃসঙ্গ জীবনযাপনে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়েই এই ঘটনা ঘটিয়েছেন তিনি।বিষয়টি খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।