চোপড়া, ৭ মেঃ চোপড়া থানা রোডের বিদ্রোহী মোড়ে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।
দোকান মালিক সুরেন প্রামানিক জানান, শুক্রবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান যে দোকানের টিন খুলে চুরির ঘটনা ঘটিয়েছে দুস্কৃতিরা।প্রায় ৫ লক্ষ টাকার কাপড় চুরি গিয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে চোপড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটায় চিন্তায় ব্যবসায়ীরা।এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে জানান তারা।এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান ব্যবসায়ীরা।