আলিপুরদুয়ার, ১৬ জুনঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের চর তোর্ষা ডাইভারশনের উপর দিয়ে জল বইছে।যার জেরে আলিপুরদুয়ার থেকে ফালাকাটা যোগোযোগ বন্ধ।
চর তোর্ষা ডাইভারশন দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় আটকে রয়েছে বহু গাড়ি।জল কমার অপেক্ষায় রয়েছেন বহু মানুষ।বাসিন্দারা জানান, বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে।ডাইভারশনের উপর দিয়ে জল বইছে এরফলে যোগাযোগ বন্ধ।বাসিন্দাদের পাশাপাশি গাড়ি চালক থেকে শুরু করে সকলেই সমস্যায় পড়েছেন।
লাগাতার বর্ষণে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।সঞ্জয় নদীর ডাইভারশনও ভেঙ্গে গিয়েছে।তার উপর দিয়ে জল বইছে।কার্যত জনজীবন বিপর্যস্ত।