আলিপুরদুয়ার, ২৭ ডিসেম্বরঃ শীতকাল মানেই কমলালেবু।শীত পড়তেই প্রতিবছরের মত এবছরও ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলা লেবু।তবে এবছর ফলন কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ভুটানের কমলা।
স্বাদে অতুলনীয় এই কমলা কিনতে প্রতিবছরই বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।প্রতিবছর সীমান্ত শহর জয়গাঁয় রাস্তার ধারে লক্ষ্য করা যায় সারি সারি কমলা লেবুর দোকান।এবছরও সারি সারি দোকান রয়েছে, কিন্তু দেখা মিলছে না ক্রেতার।
ব্যবসায়ীরা জানান, অন্যবারের তুলনায় এবছর কমলা লেবুর ফলন কম হয়েছে।যার জন্য দামও রয়েছে বেশি।তাই ক্রেতারাও বেশি আসছে না।গতবছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ দাম রয়েছে কমলার।যেকারনে মনভার ব্যবসায়ীদের।