শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ এক যুবককে গ্রেফতার করে ১১টি চোরাই সাইকেল উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম শিব চৌধুরী।শিলিগুড়ি থানা অন্তর্গত মহারাজ কলোনী এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে এনজেপি থানার অ্যান্টি ক্রাইম উইং রেল হাসপাতাল মোড় থেকে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে।প্রথমে তার কাছ থেকে একটি চোরাই সাইকেল উদ্ধার হয়।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে কাশ্মীর কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে আরও ১০টি সাইকেল উদ্ধার করা হয়।
বিক্রির উদ্দেশ্যে সাইকেল গুলো রাখা হয়েছিল ওই কোয়ার্টারে।রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।