চোরাই মোটরসাইকেল উদ্ধার

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ ৩ দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করল এনজেপি থানার পুলিশ।


প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রচুর চুরির সামগ্রী সহ ৭ দুষ্কৃতিকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।সিপাহীপাড়া, খাটালবস্তি,ফুলবাড়ি ট্রাক টার্মিনার্স,হরিপুর, ফুলবাড়ি বাদলাগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ৭ দুষ্কৃতিকে।দুষ্কৃতিদের মধ্যে মূল পান্ডা দীপক সেনকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।উদ্ধার হয় ৩টি চোরাই বাইক, ৮টি টিভি,৪টি ল্যাপটপ,৫টি গ্যাস সিলিন্ডার, ৪ টি পাম্প,১ টি ক্যামেরাও কয়েকটি মন্দিরে চুরি যাওয়া সামগ্রী।

গত বুধবার ৭ জনকে আদালতে পেশ করে ৩ জনকে জেল হেফাজতে নেয় পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রবিবার এনজেপি রেলওয়ে স্টেশনের পার্কিং থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *