বাগডোগরা, ১৯ মার্চঃ পিকআপ বোঝাই চোরাই টিককাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করল বাগডোগরা বনদপ্তর।
গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার শিবমন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে ৫ লক্ষ টাকার আসবাবপত্র উদ্ধার করে বনদপ্তর।জানা গিয়েছে, কলকাতা থেকে মাটিগাড়ায় আসছিল এই আসবাবপত্র।ঘটনায় আলাউদ্দিন মোল্লা ও নুর হাসান মোল্লা নামে দুজনকে আটক করা হয়েছে।তারা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
এই বিষয়ে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, চোরাপথে এই কাঠ আসছিল।দুজনকে আটক করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বনদপ্তর।
