ধূপগুড়ি,২ নভেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধূপগুড়ি ব্লকের কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করল মরাঘাট রেঞ্জের বনকর্মীরা।ওই এলাকায় দুটি বাড়িতে এই কাঠ লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।যদিও ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
সূত্রের খবর, ওই বাড়ি দুটি থেকে প্রচুর পরিমাণে চোরাই শাল ও সেগুন কাঠ উদ্ধার হয়েছে।যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।পাশাপাশি আটক করা হয়েছে কিছু আসবাবপত্র।এদিকে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাঁ ঢাকা দেয় বাড়ি দুটির মালিক।
বাজেয়াপ্ত করা সমস্ত কাঠ নিয়ে যাওয়া হয়েছে মরাঘাট রেঞ্জ অফিসে।বাজেয়াপ্ত হওয়া মোট কাঠের পরিমাণ ৩০০ সিএফটি র বেশি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন রেঞ্জার।