শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ বিধায়ক অশোক ভট্টাচার্যের বাড়িতে রাতের অন্ধকারে ঢুকলো চোর। বাড়িতে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী, বাসনপত্র নিয়ে পালানোর চেষ্টা। সেসময় অশোক বাবুর পরিবারের এক সদস্য চোরকে দেখে ফেলে চিৎকার করে। চিৎকারে চুরির সামগ্রী বাড়ির বাগানে ফেলেই পালিয়ে যায় চোরের দল। বুধবার রাতেই ঘটনার খবর পেয়ে বাড়িতে যায় শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরেও শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী বিধায়কের বাড়িতে যান। পুরো বাড়ি ও বাগান ঘুরে দেখেন তারা। এরপর পুলিশের কুকুর নিয়ে এসে তল্লাশি চালানো হয় গোটা এলাকায়। অশোক বাবুর বাড়ি থেকে কিছুটা দূরে মাতৃসদন অবধি যায় ওই পুলিশ কুকুর। আর তা থেকেই পুলিশের অনুমান চোরের দল ওই রাস্তা হয়ে ফুলেশ্বরী কিংবা ডাবগ্রামের দিকে পালিয়েছে।
এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। অশোক ভট্টাচার্যের আত্মীয় অর্ক্যদীপ ভট্টাচার্য জানিয়েছে, বুধবার মাঝরাতে চোর বাড়িতে ঢোকে। বহু পুরোনো প্রচুর বাসনপত্র ছিল। সেগুলি বস্তাবন্দি করে তা নিয়ে পালাচ্ছিল। দেখে ফেলায় পাঁচিল টপকে পালিয়ে যায়।