শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ চোরকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি প্রধাননগর থানা অন্তর্গত উত্তর পলাশ এলাকায় একটি খালি বাড়িতে চুরির ঘটনা ঘটে।গত ৩০ ডিসেম্বর বাড়ির মালিক অনিল গুরুং সিকিম থেকে বাড়ি ফিরে দেখতে পান ঘরে টিভি, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী নেই।এরপরই প্রধাননগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ৩১ ডিসেম্বর চুরির অভিযোগে কুবের রায়কে গ্রেফতার করে পুলিশ।এরপর অভিযুক্তকে আদালতে পেশ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।ধৃতের বয়ানের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ।অভিযুক্তকে আজ ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।