ছট পুজো উপলক্ষে বিভিন্ন নদী ঘাটে চলছে ঘাট তৈরির শেষ মুহুর্তের প্রস্তুতি

রাজগঞ্জ ৭ নভেম্বরঃ আজ ছটপুজো।বিভিন্ন নদী ঘাটে চলছে ঘাট তৈরির শেষ মুহুর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার ভোররাত থেকেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের ঘাট ও রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কলোনির সাহুনদীর ঘাটে চলছে ঘাট তৈরির প্রস্তুতি।


উদ্যোক্তারা জানান, আমাদের এই ছট ঘাটের প্রস্তুতি কাজ ভোর রাত থেকেই শুরু করা হয়েছে। কলাগাছ, ফুল দিয়ে এই ছট ঘাট সাজিয়ে তোলা হচ্ছে। গ্রামপঞ্চায়েত ও প্রশাসনের তরফ থেকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। আজ বিকেলে ও আগামীকাল ভোরে ছটব্রতীরা এসে এই নদীর ঘাটে ছট পুজো করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *