শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ হৃদরোগে আক্রান্ত শিলিগুড়ির ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছোট্টো কুহেলি।তার চিকিৎসার সাহায্যে এগিয়ে এল সৃষ্টি ফাউন্ডেশন।
জানা গিয়েছে, শিলিগুড়ির ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিয়ালী মালাকারের ৩ বছরের মেয়ে কুহেলি মালাকার।দীর্ঘদিন ধরে সে হৃদরোগে আক্রান্ত।বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ হয়ে ওঠেনি কুহেলি।চিকিৎসকেরা ভিনরাজ্যে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের পরমর্শ দিয়েছেন।তার জন্য প্রয়োজন প্রায় দেড় লক্ষ টাকা।এই পরিস্থিতিতে একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে সাহায্যের আবেদন জানান কুহেলির মা পিয়ালী মালাকার।
এই খবর পেয়ে তার সাহায্যে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি ফাউন্ডেশন।রবিবার সংস্থার পক্ষ থেকে ১৫ হাজার টাকা ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থার কর্ণধার গৌতম গোস্বামী।
অন্যদিকে এই দুঃসময়ে সাহায্য পেয়ে খুশি ছোট্ট কুহেলির মা এবং বাবা।