রাজগঞ্জ, ২৩ ডিসেম্বরঃ বড়দিন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে রাজগঞ্জের শান্তি রানী চার্চ। শনিবার বড়দিন, খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর রাত ১২ টা থেকে শুরু হয়ে যায় অনুষ্ঠান। রাজগঞ্জের মগরাডাঙ্গি এলাকার শান্তি রানী চার্চে জোরকদমে চলছে প্রস্তুতি। সাজিয়ে তোলা হয়েছে পুরো চার্চ। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। রাতে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা। ২৫ ডিসেম্বর সকালেও প্রার্থনার আয়োজন করা হয়। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন চা বাগান ও আদিবাসী এলাকা থেকে প্রচুর মানুষ এই চার্চে আসেন।
চার্চের ফাদার বলেন, যীশুখ্রীষ্ট বিশ্বে আনন্দ ও শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছিলেন। আমরা বড়দিনে সুখ ও শান্তির বার্তা নিয়ে বিশেষ প্রার্থনা করে থাকি। গত দুবছর কম আড়ম্বরেই দিনটি পালন করা হয়েছিল। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় পুরো চার্চকে সাজিয়ে তোলা হয়েছে।