শিলিগুড়ি,১৪ এপ্রিলঃ চুরির গাড়ি কেনা-বেচার অভিযোগে দুজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম রোশন কুমার(২৫) ও বিশ্বজিৎ দাস(৪৮)।রোশন কুমার বিহারের সমস্তিপুর ও বিশ্বজিৎ দাস শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বাসিন্দা।
বিগত বেশ কিছুদিন ধরেই গাড়ি চুরির ঘটনার তদন্ত শুরু করেছিল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।তদন্তে নেমে গাড়ি চুরি চক্রের হদিস পায় পুলিশ।পুলিশ জানতে পারে একটি চক্র বিহার থেকে চুরির গাড়ি শিলিগুড়িতে নিয়ে আসত। এরপর শিলিগুড়ির পরিবহণনগরে একটি গ্যারেজে চুরির গাড়িগুলিকে মডিফাই করে নম্বর বদলে নকল নম্বর প্লেট লাগিয়ে দ্বিগুণ দামে সেগুলিকে বিক্রি করা হত।এরপরই পরিবহণনগরের ওই গ্যারেজটিতে অভিযান চালিয়ে বিশ্বজিৎ দাস এবং রোশন কুমারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রোশন কুমার বিহার থেকে গাড়ি চুরি করে ওই গ্যারেজে নিয়ে আসত এবং গ্যারেজ মালিক বিশ্বজিৎ দাসের কাছে সেগুলিকে বিক্রি করত।এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে আজ ধৃত দুজনকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।ঘটনায় ওই গ্যারেজ থেকে দুটি চুরির মালবাহী পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।