শিলিগুড়ি,১৬ জুনঃ চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অস্থায়ী শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশন। শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনৈতিকভাবে ৬জন অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে দুই সংগঠনের সদস্যরা।
সংগঠন দুটির সদস্যদের অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছে। তাদের স্থায়ীকরণের সুরাহা না করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে। গত কয়েকদিন আগে নিয়োগ বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ নুপুর দাসের কাছে স্মারকলিপি জমা দেয় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। তবে স্মারকলিপি প্রদান করার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয়,এমনটাই অভিযোগ সংগঠনের।এই নিয়োগ বাতিল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় এই দুই সংগঠন।