মারা গেলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী।শারীরিক অসুস্থতার কারণে যোধপুর পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।বৃহস্পতিবার বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবাদপ্রতিম এই ফুটবলার।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগৎ সহ সর্বস্তরে।
১৯৬২ সালে চুনী গোস্বামীর অধিনায়কত্বেই এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল।স্ট্রাইকার হিসেবে ৫০টি আন্তর্জাতিক ফুটব্যাল ম্যাচ খেলেছিলেন চুনী।