রাজগঞ্জ, ৮ ডিসেম্বরঃ প্রতিনিয়ত চুরি হচ্ছে সামাজিক বনাঞ্চলের গাছ, ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের চেরিয়াখারিতে।
রাজগঞ্জ ব্লকের চেরিয়াখারির করতোয়া নদীর ধারে বনদপ্তরের সহযোগিতায় তৈরি হয়েছে বিশাল আকারের সামাজিল বনাঞ্চল। সেই বনাঞ্চলের পাশেই প্রতিবছর ২৭ মাঘ আর্ন্তজাতিক ক্ষাত্র দিবস বা উপনয়ন দিবস পালিত হয়। এই উপলক্ষে দেশ-বিদেশের প্রচুর মানুষ এখানে আসেন। কিন্তু বেশকিছুদিন যাবত সেই বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু মানুষ। ফলে পরিবেশের সাথে সাথে ক্ষতি হচ্ছে এই সামাজিক বনাঞ্চলের।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ হাসিবুল জানান, কেউ বা কারা নিত্যদিন বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে,এরফলে বনাঞ্চলের বড়সড় ক্ষতি হচ্ছে। বিষয়টি বনদপ্তরের কাছে জানানো হয়েছে।
এই বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানায়, যে সমস্ত অসাধু মানুষ সামাজিক বনাঞ্চল নষ্ট করার চেষ্টা করছে পুলিশ প্রশাসনকে নিয়ে এই কাজ বন্ধ করে দেওয়া হবে। সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেওয়া যাবে না। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।