শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ ডাবগ্রাম-ফুলবাড়ি অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় স্থানীয়দের অভিযানে পাকড়াও হয় দুই চোর।দুই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটছিল।পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি।শুক্রবার রাতে ফের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এরপর শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান।এলাকায় কিছু যুবকের উপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে অভিযান চালান স্থানীয়রা।সেই বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।তৎক্ষণাৎ হাতেনাতে ধরে ফেলা হয় ২ যুবককে।এরপরই দুই চোরকে ধরে আশিঘর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ঘটনার অভিযোগও দায়ের করেন বাসিন্দারা।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে আশিঘর ফাঁড়ির পুলিশ।রবিবার ধৃত দুই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।