শিলিগুড়ি, ১৩ মেঃ চুরি যাওয়া টোটো উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার দুজন।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজগঞ্জ থানার অন্তর্গত সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ট্যাংনাপাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলী তার টোটোতে করে পরিবারের সদস্যদের নিয়ে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যান।এরপর বাড়ি ফেরার সময় দেখেন যে তাঁর টোটো নেই।অনেক খোঁজাখুঁজি পর শুক্রবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার হয়।ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল মহম্মদ নাজির, শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা অপরজন মহম্মদ শাহিদ জটিয়াকালী সংলগ্ন এলাকার বাসিন্দা।
ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।