শিলিগুড়ি, ২২ মেঃ চুরি যাওয়া বাইক উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় গ্রেফতার ১ যুবক।ধৃতের নাম জাহিদুর আলী।কামরাঙ্গাগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এনজেপি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনী থেকে সন্দীপ কুমার চৌধুরী নামে এক রেল কর্মীর বাইক চুরি যায়।বুধবার চুরির অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যেই সাউথ কলোনী ছটপুকুর এলাকা থেকে চুরির বাইক সহ জাহিদুর আলীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে খবর, জাহিদুর আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।