রাজগঞ্জ, ২৫ নভেম্বরঃ রাজগঞ্জের একটি সিমেন্ট কারখানার পার্কিং থেকে মাঝরাতে উধাও হয়ে গিয়েছিল সিমেন্ট ভর্তি ট্রাক।সেই চুরির ঘটনার কিনারা করলো রাজগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, কিছুদিন আগে রাজগঞ্জের করতোয়া এলাকায় সিমেন্ট কারখানার পার্কিং থেকে মধ্যরাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উধাও হয়ে যায়।অভিযোগ, চুরি গিয়েছিল প্রায় ৩০০ ব্যাগ সিমেন্ট।অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।সেই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে ২ জনের নাম সামনে আসে।এরপর ঘটনায় অভিযুক্ত অনুপ রায় ও মহম্মদ মজিদুলকে গ্রেফতার করা হয়।ধৃত দুজনকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় ১২৭ ব্যাগ সিমেন্ট।
পুলিশ সুত্রে খবর, সিমেন্ট চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কারখানা থেকে কিছুটা দূরে একটি বাড়ির পেছন থেকে সিমেন্টের বস্তাগুলি উদ্ধার করা হয়েছে।ঘটনায় এখনও অবধি মোট পাঁচ জন গ্রেফতার হয়েছে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি চুরি যাওয়া বাকি সিমেন্টের খোঁজ করছে পুলিশ।